আমেরিকার অভ্যন্তরীণ বিরোধের কারণে পরমাণু সমঝোতা সম্ভব হচ্ছে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i107080-আমেরিকার_অভ্যন্তরীণ_বিরোধের_কারণে_পরমাণু_সমঝোতা_সম্ভব_হচ্ছে_না_ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধের কারণে ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতা সম্ভব হচ্ছে না। এ কথা বলেছেন ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের উপদেষ্টা সাইয়্যেদ মোহাম্মাদ মারান্দি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৪, ২০২২ ১৮:২৪ Asia/Dhaka
  • সাইয়্যেদ মোহাম্মাদ মারান্দি
    সাইয়্যেদ মোহাম্মাদ মারান্দি

মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধের কারণে ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতা সম্ভব হচ্ছে না। এ কথা বলেছেন ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের উপদেষ্টা সাইয়্যেদ মোহাম্মাদ মারান্দি।

তিনি ইরানের বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া সাক্ষাতকারে আরও বলেছেন, ভিয়েনা আলোচনা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই বিরোধ দেখা দিয়েছে। তাদের কেউ কেউ বলছে ইরানিরা ভিয়েনায় অনেক বেশি সুবিধা পেয়েছে। এই ইস্যুতে মার্কিন প্রতিনিধিদলের কেউ কেউ প্রতিবাদ হিসেবে পদত্যাগ করেছেন।

ইরানের আলোচক দলের উপদেষ্টা আরও বলেন, আলোচনার শেষ দিনগুলোতে মার্কিনিরা চূড়ান্ত সমঝোতার বিষয়ে দুর্বল হয়ে পড়েছে।

তিনি বলেন, আলোচনা দ্রুত গতিতেই এগোচ্ছিল। কিন্তু আমেরিকা হঠাৎ করেই তা বন্ধ করে দিয়েছে।

প্রায় এক মাস ধরে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা থেমে আছে। তবে ইউরোপীয় ইউনিয়নের আলোচক এনরিকা মুরা'র মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যে তথ্য বিনিময় অব্যাহত রয়েছে বলে জানা গেছে।#      

পার্সটুডে/এস‌এ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।