মে ১৭, ২০২২ ১৭:৪৫ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদে
    সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের কৌশলগত সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক কোনভাবেই বিঘ্নিত করার সুযোগ দেবে না তেহরান।

রাশিয়ার বার্তা সংস্থার স্পুৎনিককে দেয়া  সাক্ষাৎকারে এসব কথা বলেছেন খাতিবজাদে। তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক কৌশলগত এবং দ্বিপক্ষীয় এই সম্পর্কের অনেক গুরুত্ব রয়েছে।

ইউক্রেনের চলমান সামরিক অভিযান শুরুর পর আমেরিকা এবং তার মিত্র দেশগুলো নজিরবিহীনভাবে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর একইভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নিষেধাজ্ঞার কবলে থাকা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে এবং সম্প্রতি রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক জোটে যোগ দেয়ার চুক্তি সই করেছে ইরান।

গত ফারসি বছরে ইরান এবং রাশিয়ার মধ্যে ৪০০ কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পন্ন হয়েছে। বর্তমান এ অঞ্চলের ভূ-রাজনৈতিক বাস্তবতায় ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণেরও বেশি হতে পারে।

ইউক্রেনকে কেন্দ্র করে বর্তমানে যে সংকট চলছে তা ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকামী নীতির ফসল বলে ইরানি মুখপাত্র উল্লেখ করেন। ন্যাটো জোটের বিস্তারের ইস্যুতে রাশিয়ার নিরাপত্তার ব্যাপারে গ্যারান্টি দিতে পশ্চিমারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন খাতিবজাদে। তিনি বলেন, ন্যাটোকে অবশ্যই মনে রাখতে হবে যে, যুদ্ধ কোনভাবেই সুখকর সমাধানের কোনো পথ দেখাবে না।

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান সংকট সমাধানের ক্ষেত্রে ইরান মধ্যস্থতা করতে আগ্রহী বলেও খাতিবজাদে স্পুৎনিককে জানান।#

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ