মে ৩১, ২০২২ ১৫:৫৩ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আইআরজিসি'র কর্নেল হাসান সাইয়াদ খোদায়ি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের তেহরান ভালোকরে চেনে এবং খুব শিগগিরই গোপন চ্যানেলের মাধ্যমে তাদের কাছে বেদনাদায়ক বার্তা পৌঁছে যাবে। 

গত ২২ মে তেহরানে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন কর্নেল খোদায়ি। ইরানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রেপোর্টার এলেনা দোহানের তেহরান সফরের পরপরই এই হত্যাকাণ্ড ঘটে।

আজকের সংবাদ সম্মেলনে জাতিসংঘের এই কর্মকর্তার সাম্প্রতিক সফরের প্রসঙ্গটিও আসে। এ বিষয়ে খাতিবজাদে বলেছেন, এলেনা দোহান কোনো ধরণের বাধা ছাড়াই ইরানে বিভিন্ন ব্যক্তিত্ব ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছেন। তিনি ইচ্ছেমতো এখানে তৎপরতা চালিয়েছেন। এ ক্ষেত্রে আমাদের কোনো হস্তক্ষেপ ছিল না।

এই মুখপাত্র আরও বলেন, জাতিসংঘের এই রেপোর্টার স্বচক্ষে অবৈধ নিষেধাজ্ঞার বিষয়টি দেখেছেন।

ইরানে ১২ দিন সফর শেষে এলেনা দোহান ইসলামি প্রজাতন্ত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক অর্থ ছেড়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ