আমেরিকা ও ৩ ইউরোপীয় দেশকে কঠোর সতর্কবার্তা দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i108700-আমেরিকা_ও_৩_ইউরোপীয়_দেশকে_কঠোর_সতর্কবার্তা_দিল_ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে প্রস্তাব প্রস্তাব আনার ব্যাপারে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো কূটনৈতিক পন্থা অথবা তার বিপরীত কোনো উপায় অবলম্বন করতে পারে। তেহরান তাদের যেকোনো পদক্ষেপ মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০২, ২০২২ ০৫:৫২ Asia/Dhaka
  • ভিয়েনায় আইএইএ\'র সদরদপ্তরের সামনে ইরানি পতাকা (ফাইল ছবি)
    ভিয়েনায় আইএইএ\'র সদরদপ্তরের সামনে ইরানি পতাকা (ফাইল ছবি)

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে প্রস্তাব প্রস্তাব আনার ব্যাপারে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো কূটনৈতিক পন্থা অথবা তার বিপরীত কোনো উপায় অবলম্বন করতে পারে। তেহরান তাদের যেকোনো পদক্ষেপ মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।

ইরানের তিনটি অঘোষিত স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে বলে আইএইএ’র মহাপরিচালক এক প্রতিবেদনে যে দাবি করেছেন সে ব্যাপারে ওই সংস্থার পক্ষ থেকে তেহরানকে ভর্ৎসনা করার আহ্বান জানিয়ে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি বলেছে, আইএইএ’র নির্বাহী বোর্ডের আসন্ন সভায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি খসড়াটি উত্থাপন করবে এবং এটিকে প্রস্তাব আকারে পাস করার চেষ্টা করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

এ সম্পর্কে খাতিবজাদে বুধবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, “ইরানের পরমাণু সমঝোতার এক নম্বর শত্রু ইহুদিবাদী ইসরাইল এনপিটি চুক্তিতে সই করেনি এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে একমাত্র ইসরাইলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। বিষয়টি আমরা যেমন জানি তেমনি গোটা বিশ্ব তা জানে।”

এ ব্যাপারে নীরবতা ভঙ্গ করার আহ্বান জানিয়ে খাতিবজাদের টুইটার বার্তায় আরো বলা হয়েছে, “ইসরাইলের পরমাণু অস্ত্রের ব্যাপারে জেগে জেগে ঘুমিয়ে থাকার এই প্রবণতা থেকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশকে বেরিয়ে আসতে হবে।”

ইরানের এই মুখপাত্র এর আগে বুধবার বিকেলে এক বক্তব্যে বলেন, আইএইএ’র নির্বাহী বোর্ডের আসন্ন সভায় পশ্চিমা দেশগুলোর যেকোনো অগঠনমূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে তেহরান। তিনি আরো বলেন, সেরকম পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় তাদেরকেই নিতে হবে যারা ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে আইএইএ’কে ব্যবহার করছে।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।