জুন ০৯, ২০২২ ১৫:১০ Asia/Dhaka
  • রাষ্ট্রদূত আহমাদ নাদেরি
    রাষ্ট্রদূত আহমাদ নাদেরি

এথেন্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন আটককৃত ইরানের তেল-ট্যাংকার মুক্তির আদেশ নিশ্চিত করেছে গ্রিস।

আজ এক টুইট বার্তায় ইরানি রাষ্ট্রদূত আহমাদ নাদেরি ওই তথ্য জানান। গ্রিস গত মাসে ইরানের পতাকাবাহী একটি তেল-ট্যাংকার আটক করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ-সেনারাও গ্রিস সরকারের ওই পদক্ষেপের জবাবে তাদের দুটি তেল ট্যাংকার আটক করে। অবশ্য পারস্য উপসাগরে আন্তর্জাতিক পানিসীমা লঙ্ঘন করেছিল গ্রিসের ট্যাংকারগুলো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূতকে তলব করে জলদস্যুতা থেকে বিরত থাকতে বলার পর ইরান এই পদক্ষেপ নিলো।

ফারস নিউজ এজেন্সি আরও জানায়, এথেন্সের ইরান দূতাবাস জানিয়েছে, গ্রিসের আদালত ইরানি তেল-ট্যাংকার বাজেয়াপ্ত করার আদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ইস্যুটি সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দু'দেশের মধ্যে নিবিড় আলোচনা চলবে।

ব্যাপক পর্যবেক্ষণের পর গ্রিসের আদালত ইরানের তেল-ট্যাংকার বাজেয়াপ্ত করার আদেশ বাতিল করেছে বলে রাষ্ট্রদূত আহমেদ নাদেরি তাঁর টুইট বার্তায় জানিয়েছেন। ওই বার্তায় ইরানের পুরো তেলের চালান ফেরত দেওয়া হবে বলেও নিশ্চিত করা হয়েছে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ