জুন ২৪, ২০২৪ ১১:৩৭ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট
    মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট

মার্কিন সরকার পশ্চিম এশিয়া অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মোতায়েন করার যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, রুজভেল্টের ক্রুরা যেন সদ্য বিদায়ী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারের ভাগ্য থেকে শিক্ষা নেয়।

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আমি বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টের ক্রুদেরকে ইউএসএস আইজেনহাওয়ারের ক্রুদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়ার ও সেখান থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানাব।”

হুথি দৃশ্যত লোহিত সাগরে গত প্রায় আট মাস ধরে মোতায়েন মার্কিন রণতরী আইজেনহাওয়ারের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যেসব হামলা চালিয়েছে সেসবের প্রতি ইঙ্গিত করে এ বক্তব্য দিয়েছেন।

মার্কিন সেনাবাহিনী বলেছে, প্রায় আট মাস লোহিত সাগরে মোতায়েন থাকার পর ইউএসএস আইজেনহাওয়ারকে এই সাগর থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আইজেনহাওয়ারকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার খবর দেয়ার পরপরই ওই রণতরীকে প্রত্যাহার করার ঘোষণা দেয়া হয়।

ইউএসএনআই নিউজ এরপর জানিয়েছে, বর্তমানে প্রশান্ত মহাসাগরে মোতায়েন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টকে পশ্চিম এশিয়ায় দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে।

এদিকে হুথি আনসারুল্লাহ’র পলিটব্যুরো সদস্য হাজাম আল-আসাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তাদের হামলা অব্যাহত রাখবে। তিনি আরো বলেছেন, “আমেরিকা, ব্রিটেন ও ইসরাইলের স্বার্থে আঘাত হানা বন্ধ হবে না। গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের অভিযান চলতে থাকবে।”#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ