প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা আমাদের নীতি: ইরানের সর্বোচ্চ নেতা
-
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (বামে) ও সারদার বেরদি মোহামেদাফ
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেছেন- ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক যতটা সম্ভব জোরদার এবং গভীর করা উভয় দেশের জন্য কল্যাণকর।
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের নীতিই হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা।
আজ (বুধবার) তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সারদার বেরদি মোহাম্মেদেভ তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিপক্ষ রয়েছে, তবে এ সংক্রান্ত বাধাগুলো অতিক্রম করা সম্ভব। এসব বাধা অতিক্রমের বিষয়টি নির্ভর করছে ইরান ও তুর্কমেনিস্তানের দৃঢ় ইচ্ছা ও মনোবলের ওপর।
এ সময় তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সারদার বেরদি মোহাম্মেদেভ দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়টিকে সমর্থন দেওয়ায় ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিও উপস্থিত ছিলেন। #
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।