পক্ষপাতমূলক আচরণের জন্য আইএইএ'র প্রধান গ্রোসিকে ইরানের হুঁশিয়ারি
(last modified Thu, 16 Jun 2022 13:20:17 GMT )
জুন ১৬, ২০২২ ১৯:২০ Asia/Dhaka

ইরানের আণবিক শক্তির প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে কখনই তার দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল না এবং এখনো নেই।

তিনি  জোর দিয়ে বলেন, আইএইএর সঙ্গে ইরানের স্বাভাবিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং ইরান এনপিটি চুক্তি অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে যাবে। মোহাম্মদ ইসলামি আরো বলেন,  ইরান সবসময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ম মেনে কাজ করেছে এবং এই  সংস্থার সাথে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।

ইরান এবং আইএইএ'-এর মধ্যে সম্পর্কের বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের স্পষ্ট অবস্থান আইএইএ'র সাম্প্রতিক ঘটনাবলী বিশেষ করে এ  সংস্থার নির্বাহী বোর্ডের সভায় ইরান বিরোধী প্রস্তাব পাসের কারণে বোঝা যায়। ভিয়েনায় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা এবং ওয়াশিংটনের রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিষয় কার্যত অস্পষ্ট। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে রাফায়েল গ্রোসির দেয়া এক প্রতিবেদনের সূত্র ধরে আইএইএ’র নির্বাহী বোর্ডে আমেরিকাসহ চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে। তেহরান বলছে, আইএইএ’র পরিদর্শকদের সর্বোচ্চ সহযোগিতা করা সত্ত্বেও এবং গ্রোসির বারবার তেহরান সফর করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ওই প্রস্তাব পাস করা হয়েছে। 

এদিকে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ছয় জাতি গোষ্ঠী বা P5 + 1 গ্রুপের দুই সদস্য রাশিয়া এবং চীন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে যার মাধ্যমে আইএইএ'তে ইরানের জন্য গুরুত্বপূর্ণ সমর্থকের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া,  ইহুদিবাদী ইসরাইলের চাপে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এই প্রস্তাব আইএইএ'র সঙ্গে  ইরানের সার্বিক সহযোগিতাকে উপেক্ষা করা হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা আইএইএ'র বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে পরমাণু স্থাপনার কিছু ক্যামেরা বন্ধ করে দিয়েছে। এই প্রসঙ্গে মোহাম্মদ ইসলামি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তা নজরদারি করতে পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ'র কিছু ক্যামেরা এখনো সচল রয়েছে। কেবল বাড়তি সহযোগিতার অংশ হিসেবে ইরান যেসব ক্যামেরা বসানোর অনুমতি দিয়েছিল সেগুলোর বিদ্যুতের সুইচ বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। 

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি তার দেশের ব্যাপারে আইএইএ'র প্রধান রাফায়েল গ্রোসির পক্ষপাতমূলক অবস্থান এবং ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে তার  ধারাবাহিক সন্দেহজনক বৈঠকের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এটা সত্য যে আইএইএ'র মহাপরিচালক এই সংস্থার সাম্প্রতিক নির্বাহী বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাশের আগে অধিকৃত ফিলিস্তিন এলাকা সফর করেছিলেন এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অবশ্যই এই বৈঠকটি আইএইএ-তে নিজের অবস্থানের সমন্বয় এবং ইসরায়েলের ইরান বিরোধী নীতি চাপিয়ে দেয়ার লক্ষ্যেই অনুষ্ঠিত হয়েছিল।#

পার্সটুডে/ বাবুল আখতার /১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।