জুন ২৭, ২০২২ ১৮:১৯ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

চলতি সপ্তাহেই আমেরিকার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত পরোক্ষ আলোচনা হবে বলে জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (সোমবার) বলেছেন, পারস্য উপসাগরীয় কোনো একটি দেশে আমেরিকার সঙ্গে পরোক্ষ এই আলোচনা  হবে।

তিনি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জোসেপ বোরেল তেহরান সফরে এসে মার্কিন বক্তব্য ইরানি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন। মার্কিন সরকার পরমাণু সমঝোতা ও জাতিসংঘের ২২৩১ নম্বর ইশতেহার মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান খাতিবজাদে।

ইরানের এই কর্মকর্তা বলেন, আগামী কয়েক দিনে মধ্যে যে আলোচনা হতে যাচ্ছে তাতে পরমাণু কর্মসূচি নিয়ে কথা হবে না বরং নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলো নিয়ে মতবিনিময় হবে।

খুব শিগগিরই আলোচনার স্থান ও সময় ঘোষণা করা হবে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এদিকে, কাতারের একটি সূত্র জানিয়েছে, ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সংক্রান্ত যে আলোচনা চলছিল তা গত কয়েক মাস ধরে থেমে আছে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ