নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের প্রতিরোধ ও স্থিতিশীল অবস্থার প্রশংসা করেছে ভিয়েতনাম
(last modified 2024-05-15T13:45:40+00:00 )
মে ১৫, ২০২৪ ১৯:৪৫ Asia/Dhaka
  • ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইরানের অগ্রগতির প্রশংসা করেছেন
    ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইরানের অগ্রগতির প্রশংসা করেছেন

ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্রতিরক্ষা, সামরিক, বৈজ্ঞানিক ও শিল্প ক্ষেত্রে ইরানের অগ্রগতির প্রশংসা করে নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ও স্থিতিশীল অবস্থার প্রশংসা করেছেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কমান্ডার-ইন-চীফ আহমদরেজা রাদান এবং ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রী জেনারেল তুলাম পুলিশ বাহিনীকে শক্তিশালী করার বিষয়ে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।

এই স্মারকলিপিতে ইরানের কমান্ডার-ইন-চিফ জেনারেল আহমদরেজা রাদান এবং ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেনারেল তুলাম স্বাক্ষর করেন।

এই অনুষ্ঠানে, জেনারেল তুলাম দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের আরও উন্নয়নের উপর জোর দেন, বিশেষ করে পুলিশ বাহিনীকে সহযোগিতার ক্ষেত্রে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ককে জোরদার করার আহ্বান জানান।

তিনি প্রতিরক্ষা, সামরিক, বৈজ্ঞানিক ও শিল্প ক্ষেত্রেও ইরানের অগ্রগতির প্রশংসা করেন এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ও স্থিতিশীল অবস্থার প্রশংসা করেন।

উল্লেখিত স্মারকলিপিতে সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, মাদক উৎপাদন ও পাচার, মানব পাচার, মানি লন্ডারিং, অস্ত্র ও গোলাবারুদ পাচার, অবৈধ অভিবাসন ও জালিয়াতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তথ্য ও অভিজ্ঞতার আদান-প্রদানসহ আইন প্রয়োগকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ বিধান রয়েছে।

পুলিশ বাহিনীতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জেনারেল তুলাম-এর আমন্ত্রণে সাড়া দিয়ে ইরানের কমান্ডার-ইন-চিফ জেনারেল আহমদরেজা রাদানের নেতৃত্বে ইরানের উচ্চপদস্থ পুলিশের প্রতিনিধি দল ভিয়েতনাম সফর করেছেন।

 এই সফরে জেনারেল আহমদরেজা রাদান ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এইসব সাক্ষাৎ ও চুক্তি সই দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং আইন প্রয়োগ ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ