জুলাই ০৬, ২০২২ ১৮:২৭ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী (ডানে)
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, কাতারের দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরান পরমাণু সমঝোতা বা জেসিপিও'র বাইরে কোনো দাবি উত্থাপন করেনি। দোহায় পরোক্ষ আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের বাড়তি দাবির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে।

আজ (বুধবার) তেহরানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল থানি'র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, দোহায় অনুষ্ঠিত আলোচনায় আমরা পরমাণু সমঝোতা থেকে পূর্ণ অর্থনৈতিক সুবিধা পাওয়ার নিশ্চয়তার ওপর জোর দিয়েছে। আমেরিকাকে এই গ্যারান্টি দিতে হবে যে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যেসব অর্থনৈতিক সুবিধার কথা বলা হয়েছে তা পুরোপুরি ভোগ করতে পারবে ইরান। এটা কোনো বাড়তি চাওয়া নয়। কিন্তু আমেরিকা এই গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে।

এ সময় তিনি আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা আয়োজনে কাতারের ভূমিকার প্রশংসা করেন।

আজকের যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল থানি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করতেই তিনি ইরান সফরে এসেছেন।

তিনি ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন এবং আঞ্চলিক সংলাপ ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী আজই তেহরানে পৌঁছেছেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ