আগস্ট ১১, ২০২২ ১৮:২০ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ইরানি নাগরিকদের বিরুদ্ধে যে-কোনো নেতিবাচক পদক্ষেপ নেয়ার ব্যাপারে আমেরিকার প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানি নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও হাস্যকর অভিযোগ তুলে কল্প-কাহিনী তৈরির চেষ্টা করছে মার্কিন বিচার বিভাগের কর্মকর্তা।

ইরানের বিরুদ্ধে তারা সীমাহীন গাল-গল্প তৈরি করেছে। এখন নতুন করে আবার কোনোরকম তথ্যপ্রমাণ ছাড়া অভিযোগের নয়া গল্প তৈরি করছে। এগুলোকে ইরান-ভীতি ছড়ানোর পরিকল্পনার ব্যর্থ হবার ফল বলে মন্তব্য করেন কানয়ানি।

আমেরিকার বিচার বিভাগ গতকাল এক বিবৃতিতে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য ইরানি নাগরিক নাকি হোয়াইট হাউজের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে বোল্টনকে হত্যা করার জন্য ৪৫ বছর বয়সী ইরানি ওই নাগরিক একজনকে তিন লাখ ডলার দিতে চেয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই নাকি ওই পরিকল্পনা নেয়া হয়েছে।

অক্সিউস নিউজ পোর্টালও মার্কিন বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে: জন বোল্টনের পর হত্যার টার্গেটে রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ওই বিবৃতি দিয়ে দাবি করেছে: বাইডেন সরকার যে-কোনো সন্ত্রাসী হামলা কিংবা ভয়-ভীতির মোকাবেলায় তাদের জনগণকে সুরক্ষা দেবে।

বিশেষজ্ঞদের মতে ভিয়েনা বৈঠকে যেহেতু ইরান তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার শর্তে অনড় রয়েছে সেকারণে নিরুপায় হয়ে তারা এখন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন গাল-গল্প প্রচার করে প্রকৃত অবস্থাকে আড়াল করার চেষ্টা করছে। আমেরিকার বিগত আচরণ থেকে বোঝাই যাচ্ছিলো তারা একদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মতো ইরানি স্বার্থ নিশ্চিত করবে না। অপরদিকে পরমাণু সমঝোতার বিকল্প যেহেতু নেই সেহেতু তাদের স্বভাব অনুযায়ী ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করবে। এই দৃষ্টিকোণ থেকে মার্কিন বিচার বিভাগের অভিযোগ মূল্যায়ন করতে হবে। বিগত কয়েক মাসে লক্ষ্য করা গেছে যখনই আমেরিকা ইরানের মোকাবেলায় অচলাবস্থার মুখে পড়েছে কিংবা দুর্বল অবস্থানে ছিল তখনই এ ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের দৃষ্টিতে এ ধরনের পদক্ষেপ মূল্যহীন ও নিরর্থক।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ