আগস্ট ১৭, ২০২২ ১৭:১৩ Asia/Dhaka

রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন: ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের দেওয়া প্রস্তাবগুলি অত্যন্ত পেশাদার এবং যৌক্তিক। পরমাণু সমঝোতা ইস্যুতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন: বল এখন আমেরিকার কোর্টে।

ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গবেষণা বিষয়ে তিনি বলেন: এসব সমস্যার সমাধান হয়ে গেছে বলেই মনে হচ্ছে। রাশিয়া পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার গুরুত্বপূর্ণ একটি সদস্য দেশ। কাজেই ইউরোপীয় ইউনিয়নের দেওয়া পরিকল্পনার ব্যাপারে ইরানের প্রস্তাবে রাশিয়ার ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করছে ইরান যৌক্তিক অবস্থান নিয়েছে।

রাশিয়া বহুবার বলেছে ভিয়েনা আলোচনার রূপরেখা অনুযায়ী ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে ইরানের অবস্থান যথার্থ। পক্ষান্তরে পরমাণু সমঝোতা সম্পর্কে বিচিত্র জটিলতা তৈরির জন্য তারা আমেরিকাকেই দায়ি করে আসছে। সেইসঙ্গে রাশিয়া যথারীতি বলে আসছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য পরমাণু সমঝোতা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে অধিকার এবং বাধ্যবাধকতার মধ্যে ভারসাম্য তৈরি করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়ে আসছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণ বিষয়ক আলোচনার ব্যাপারে ইরানের অবস্থানকে সমর্থন করে বক্তব্য রেখেছেন। সেইসঙ্গে তিনি আমেরিকাকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং এই আন্তর্জাতিক চুক্তিতে ফিরে আসারও আহ্বান জানান। ল্যাভরভ বলেন: মার্কিনীরা এমন একটি পরিকল্পনা থেকে নিজেদের প্রত্যাহার করেছে যে পরিকল্পনাটি অন্য সকল পক্ষ এমনকি আমেরিকাও অনুমোদন করেছে। সুতরাং ওয়াশিংটনেরই উচিত যে চুক্তি তারা ধ্বংস করার চেষ্টা করেছে, এখন নিজেদের অবস্থান সংশোধন করে সেই চুক্তিতে আবার ফিরে আসা।

দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর গত ৪ আগস্ট ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক আলোচনার নতুন দফা বৈঠক শুরু হয়ে ৮ তারিখে শেষ হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত সমস্যা নিরসন নিয়ে নয়া প্যাকেজ প্রস্তাব পেশ করার পর এই রাউন্ডের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনার শুরু থেকেই ইরান বলে আসছে, তারা একটি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত। তবে এ বিষয়ে ইরান নিজের রেড-লাইন অতিক্রম করবে না। তেহরান সোমবার রাতে ইউরোপীয় পক্ষক্ষে একটি বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছে। আমেরিকা যদি ইরানের যৌক্তিক ও নীতিগত দাবি মেনে নিতে অস্বীকার করে এবং নিষেধাজ্ঞার ব্যর্থ নীতি অব্যাহত রাখে তাহলে কোনো সমাধান হবে না। ওয়াশিংটন ইরানের প্রস্তাবগুলো পরীক্ষা করে তাদের মতামত উপস্থাপন করবে বলে জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পরমাণু সমঝোতার জন্য আগামী দিনগুলোকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন: আমরা বিশ্বাস করি, সব পক্ষের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হতে পারে।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ