স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে হস্তক্ষেপের রেকর্ড রয়েছে আমেরিকার: কানয়ানি
(last modified Fri, 19 Aug 2022 11:21:32 GMT )
আগস্ট ১৯, ২০২২ ১৭:২১ Asia/Dhaka
  • নাসের কানয়ানি সাফি
    নাসের কানয়ানি সাফি

বিশ্বের স্বাধীন দেশ ও সরকারের বিরুদ্ধে হস্তক্ষেপ করা, সামরিক হামলা চালানো এবং অভ্যুত্থান ঘটানোর রেকর্ড রয়েছে আমেরিকার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সাফি আজ এ মন্তব্য করেন। ১৯৫৩ সালে ইরানের সরকারের বিরুদ্ধে মার্কিন অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আজ এ মন্তব্য করেন তিনি।  

১৯৫৩ সালের ১৯ আগস্ট মোতাবেক ফার্সি ২৮ মোরদাদ তারিখে তৎকালীন শাহী সেনারা ইঙ্গো-মার্কিন সহযোগিতায় মোহাম্মাদ মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে মোহাম্মদ রেজা পাহলাভিকে পুনরায় ক্ষমতায় বসায়। এ উপলক্ষে নাসের কানয়ানি আজ একটি টুইট বার্তা দেন। ওই বার্তায় তিনি বলেন আমেরিকা বিশ্বের স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে বিচিত্র হস্তক্ষেপের রেকর্ডধারী। ইরানের জাতীয় সরকারের বিরুদ্ধে ১৯ আগস্টের সেই অভ্যুত্থান মার্কিন হস্তক্ষেপের কালো ইতিহাসের একটি স্পষ্ট উদাহরণ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র প্রশ্ন করেন: মার্কিন সরকার কি ইরানের ব্যাপারে তাদের ভুল ও ব্যর্থ নীতি সংশোধন করবে না কিংবা ইরানি জনগণের বৈধ অধিকারের প্রতি সম্মান দেখাবে না?

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ