ইরানের একমাত্র জাপানি শহীদ জননীর আত্মজীবনীমূলক বইয়ের প্রশংসায় সর্বোচ্চ নেতা
(last modified Wed, 31 Aug 2022 11:56:21 GMT )
আগস্ট ৩১, ২০২২ ১৭:৫৬ Asia/Dhaka
  • ইরানের জাপানি শহীদ জননী
    ইরানের জাপানি শহীদ জননী

ইরানের একমাত্র জাপানি শহীদ জননী কুনিকু ইয়ামামুরার আত্মজীবনী 'সূর্যোদয়ের দেশের অভিবাসী' শীর্ষক গ্রন্থ সম্পর্কে সর্বোচ্চ নেতার মন্তব্য আজ প্রকাশ করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে এই মন্তব্য পড়ে শোনানো হয়।

কুনিকো ইয়ামামুরা হচ্ছেন জাপানি বংশোদ্ভূত এক সাহসী নারী। বহু বছর আগে তিনি এক ইরানি নাগরিককে বিয়ে করেন এবং তাদের এক সন্তানের নাম হচ্ছে মোহাম্মাদ বাবায়ি। এই নারীর ঐ সন্তান ১৯ বছর বয়সে ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়ে শাহাদাৎবরণ করেন।

এই শহীদ জননীর আত্মজীবনীমূলক বইটি ইরানে সাড়া ফেলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীও বইটি পড়ে সন্তুষ্ট হয়ে নিজের হাতে একটি মন্তব্য লিখেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা

 

তিনি লিখেছেন, "এই সাহসী মহিলার দুঃসাহসিক ও আকর্ষণীয় জীবনী সত্যিই সুপাঠ্য ও শিক্ষণীয় যা হামিদ হেসাম স্পষ্ট ভাষায় সাবলীলভাবে লিখেছেন। আমি অনেক বছর আগে এই সম্মানিত মহিলা এবং তাঁর সম্মানিত স্বামীর সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখা করেছি। ঐ বৈঠকের কথা চিরকাল আমার মনে থাকবে। বইটি পড়ার আগে অর্থাৎ সে সময় এই ঈমানদার, সত্যবাদী ও ত্যাগী স্বামী-স্ত্রীর মহানুভবতা সম্পর্কে এত বেশি জানা ছিল না। শুধুমাত্র তাদের উজ্জ্বল রত্মতুল্য প্রিয় শহীদই আমাকে আকৃষ্ট করেছিল। এই পরিবারের যেসব সদস্য মারা গেছেন এবং যারা বেঁচে আছেন তাদের সবার ওপর আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।"

ইরানের একমাত্র জাপানি বংশোদ্ভূত শহীদ জননী কুনিকো ইয়ামামুরা কিছু দিন আগে ইন্তেকাল করেছেন। #

পার্সটুডে/এস‌এ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ