গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা চায় ইরান: প্রেসিডেন্ট রায়িসি
-
ইরানের প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরান চায় গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাক। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
তিনি আজ (বুবধার) নিউইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে আরও বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো ঐশী প্রতিশ্রুতি। ন্যায় বিচারের প্রতি সব মানুষেরই আগ্রহ আছে।
রায়িসি বলেন, ইরান গোটা বিশ্বেই ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে, কারণ ন্যায় বিচার ঐক্য সৃষ্টি করে, কিন্তু জুলুম যুদ্ধের জন্ম দেয়।

ইরানের প্রেসিডেন্ট তাঁর ভাষণে আরও বলেন, ইরানের ইসলামি বিপ্লব বিশ্ববাসীর মনে ন্যায় বিচার প্রতিষ্ঠার আশা জাগিয়ে তুলেছে। ইরানের ইসলামি বিপ্লব হলো সত্যের দিকে মানুষের অগ্রযাত্রা।
শত্রুদের নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের ইসলামি বিপ্লব তার লক্ষ্য-আদর্শ ধরে রাখতে সক্ষম হয়েছে বলে জানান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।#
পার্সটুডে/এসএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।