কোপেনহেগেনে ইরানি দূতাবাসে সশস্ত্র সন্ত্রাসীর প্রবেশ: তীব্র সমালোচনায় পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i114192-কোপেনহেগেনে_ইরানি_দূতাবাসে_সশস্ত্র_সন্ত্রাসীর_প্রবেশ_তীব্র_সমালোচনায়_পররাষ্ট্রমন্ত্রী
ডেনমার্কের কোপেনহেগেনে ইরানি রাষ্ট্রদূত ও দূতাবাসের নিরাপত্তার অভাবের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৭, ২০২২ ১৭:৫৯ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ডেনমার্কের কোপেনহেগেনে ইরানি রাষ্ট্রদূত ও দূতাবাসের নিরাপত্তার অভাবের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

কোপেনেহগেনে ইরানি দূতাবাসের সামনে সশস্ত্র ‌এক হামলাকারী অবৈধভাবে প্রবেশ করে রাষ্ট্রদূতের ওপর হামলা চালায়। ওই হামলার কারণে সৃষ্ট পরিস্থিতি তদন্ত করা হচ্ছে।

ডেনমার্কে ইরানি রাষ্ট্রদূত আফসানা নাদিপুর

ডেনমার্কে ইরানি রাষ্ট্রদূত আফসানা নাদিপুরের সঙ্গে টেলিফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। কী করে একজন সশস্ত্র সন্ত্রাসী দূতাবাস এলাকায় ঢুকলো সে বিষয়ে তিনি সার্বিক খোজখবর নেন এবং দূতাবাসের নিরাপত্তার অভাবের সমালোচনা করেন। তিনি বলেন: খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে ইউরোপের প্রাণকেন্দ্রে একজন নারী রাষ্ট্রদূতের ওপর এভাবে আক্রমণ করা হয় এমনকি পুলিশও সময়মতো ঘটনাস্থলে উপস্থিত থাকে না।

ডেনমার্কে ইরানি দূতাবাস

নাদিপুর জানান: হামলাকারী দূতাবাস অঙ্গণে ঢুকে অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি করে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলো ধ্বংস করে। রাষ্ট্রদূত আরও বলেন: দুর্ভাগ্যবশত পূর্ব-সতর্কতা সত্ত্বেও ডেনিশ পুলিশ অনেক দেরিতে দূতাবাসে পৌঁছে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।