অক্টোবর ১০, ২০২২ ০৮:৫১ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং

ইরানে বিদেশি মদদে চলমান নৈরাজ্যের অজুহাতে দেশটির ওপর আমেরিকার আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে চীন। একজন চীনা মুখপাত্র এ নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যায়িত করে বলেছেন, “ইরানের ওপর আমেরিকার অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে চীন।”

ইরানে মহিলা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে অজুহাত করে দেশটিতে সরকার পতনের আন্দোলন শুরু করে একটি স্বার্থান্বেষী মহল। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সরকার ও গণমাধ্যমের প্ররোচনায় কথিত আন্দোলনকারীরা ইরানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তারা সরকারি-বেসরকারি জানমালের ব্যাপক ক্ষতি করে।

নৈরাজ্য সৃষ্টিকারীদের পক্ষ নিয়ে আমেরিকা তার অভ্যন্তরীণ আইনকে পুঁজি করে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং রোববার বেইজিং-এ নিয়মিত সাংবাদিক ব্রিফিংয়ে আমেরিকার অভ্যন্তরীণ আইনে ভিন্ন একটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকারকে অজুহাত করে বিশ্বের বিভিন্ন দেশে ‘রঙিন বিপ্লব’ করার যে চেষ্টা আমেরিকা করছে চীন তার তীব্র বিরোধী।

গত বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার শিকার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি এবং যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ঈসা জারেপুর। ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ‘দমন করার’ নির্দেশ দেয়ার কারণে ওয়াহিদির বিরুদ্ধে এবং ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের কারণে জারেপুরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শনিবার মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা হচ্ছে আমেরিকার কথিত মানবাধিকারের মূল কাঠামো।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ