অক্টোবর ১৩, ২০২২ ১৬:১০ Asia/Dhaka
  • হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

বেশ কয়েকজন কয়েদির সাজার মেয়াদ কমালেন এবং সাধারণ ক্ষমা করলেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা।

হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর শুভ জন্মদিন উপলক্ষে কারাবন্দি আসামিদের বিশেষ ক্ষমা করতে সম্মত হলেন। আসামিদের ১ হাজার ৮৬২ জনের শাস্তি মওকুফ অথবা হ্রাস করেছেন সর্বোচ্চ নেতা। পাবলিক আদালতে শাস্তি প্রাপ্তদের জন্য সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ নেতার কাছে সাজা কমানো বা মাফ করার প্রস্তাব করা হলে তিনি তাতে সম্মত হন।

হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

সর্বোচ্চ নেতার বার্তা বিভাগ জানিয়েছে বিচার বিভাগের প্রধান হোজ্জাতুল ইসলাম ওয়া মুসলিমিন গোলাম হোসাইন মোহসেনী আজেয়ি মহানবী (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর শুভ জন্মদিন উপলক্ষে অপরাধীদের শাস্তি কমানোর জন্য বিবেচনা করার আবেদন জানিয়ে সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি লেখেন। শাস্তি কমানোর জন্য যাদের তালিকা পাঠানো হয়েছে সেইসব কয়েদি সংশ্লিষ্ট কমিশনের প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিচার বিভাগীয় প্রধানের আবেদনে সাড়া দিয়ে ১ হাজার ৮৬২ জনের শাস্তি মওকুফ অথবা হ্রাস করতে সম্মতি দিয়েছেন।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ