'আফগানিস্তানে মার্কিন সেনারা আসার পর মাদক উৎপাদন ৫০ গুণ বেড়েছিল'
https://parstoday.ir/bn/news/iran-i115486
আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতিতে মাদক উৎপাদন ৫০ গুণ বেড়েছে। এ কথা বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০৫, ২০২২ ১৮:৪২ Asia/Dhaka
  • বাকেরি কানি
    বাকেরি কানি

আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতিতে মাদক উৎপাদন ৫০ গুণ বেড়েছে। এ কথা বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।

তিনি আজ তেহরানে এক অনুষ্ঠানে আরও বলেন, আমেরিকা আফগানিস্তানকে অনিরাপত্তা ও সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই দিতে পারেনি।

পপি ক্ষেতের পাশে মার্কিন সেনারা

 

উপমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসনের পর আফগানিস্তানে নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার শ্লোগান দিয়েছিল, বলেছিল নিরাপত্তার ওপর ভিত্তি করে সেখানে উন্নয়ন ও গণতন্ত্র আসবে। কিন্তু ২০ বছর পর দেখা গেল আফগানিস্তানে উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র এর কোনোটিই নেই। আমেরিকা ইরাকেও ব্যর্থ হয়েছে।

আলী বাকেরি কানি বলেন, আমেরিকা গায়ে জোরে তার লক্ষ্য হাসিল করতে চায়। কিন্তু শক্তি দিয়ে উদ্দেশ্য হাসিল হবে না বরং আমেরিকার পতন ত্বরান্বিত হবে।

ইরানের এই কর্মকর্তার মতে, আমেরিকার পতন অনিবার্য এবং এই বাস্তবতা আমেরিকার বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন।#   

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।