নভেম্বর ১০, ২০২২ ১১:৫৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি প্রকাশ করে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, এ বিবৃতি প্রকাশের মাধ্যমে ইরানে নৈরাজ্য ও সহিংসতাকে উস্কে দেয়া হয়েছে এবং সন্ত্রাসী হামলার প্রতি সমর্থন জানানো হয়েছে। বিবৃতি প্রকাশকারীদেরকে ইরানি জনগণের কাছে জবাবদিহী করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

নাসের কানয়ানি আজ বার্তা সংস্থা ইরনাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। জার্মানিতে জি-সেভেনের বৈঠক শেষে অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে ইরানের সাম্প্রতিক নৈরাজ্য সম্পর্কেও কথা বলা হয়েছে জানিয়ে ইরনার সংবাদদাতা এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া জানতে চাইলে নাসের কানয়ানি এসব কথা বলেন।

তিনি বলেন, বিবৃতিতে ইরান সম্পর্কে যেসব বানোয়াট বক্তব্য ও দাবি করা হয়েছে তা বিস্ময়কর। আমরা ইরান সংক্রান্ত বিবৃতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং তা প্রত্যাখ্যান করছি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জি-সেভেনভুক্ত দেশগুলো এমন সময় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে যখন এসব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এসব দেশ ইরানের শিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানায়নি। ওই হামলায় নারী ও শিশুসহ ‌১৫ জন নিহত হয়েছেন।

কানয়ানি বলেন, এর মাধ্যমে শিল্পোন্নত দেশগুলো সন্ত্রাসবাদকে ‘ভালো ও খারাপ’ এই দুই ভাগে বিভক্ত করেছে। সন্ত্রাসী হামলা তাদের ইচ্ছেমতো হলে তা ভালো এবং তাদের স্বার্থের বাইরে গেলে তা খারাপ। তিনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের দ্বৈত নীতি পরিহার করার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ