দাঙ্গাকারীদের প্রতি কোনো করুণা দেখানো হবে না: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i116824
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, দেশে সাম্প্রতিক দাঙ্গা- সহিংসতায় অংশ নেয়া লোকজনের প্রতি কোনো রকম করুণা দেখানো হবে না। সহিংসতা ঠেকানোর ক্ষেত্রে দেশের বিচার বিভাগ যে শক্ত ভূমিকা রেখেছে তারও প্রশংসা করেছে আইআরজিসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২২ ১০:৪৯ Asia/Dhaka
  • ইরানে সাম্প্রতিক নৈরাজ্য
    ইরানে সাম্প্রতিক নৈরাজ্য

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, দেশে সাম্প্রতিক দাঙ্গা- সহিংসতায় অংশ নেয়া লোকজনের প্রতি কোনো রকম করুণা দেখানো হবে না। সহিংসতা ঠেকানোর ক্ষেত্রে দেশের বিচার বিভাগ যে শক্ত ভূমিকা রেখেছে তারও প্রশংসা করেছে আইআরজিসি।

ইরানের এই এলিট ফোর্স গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, যেসব সন্ত্রাসী, দাঙ্গাকারী ও খুনী দেশের শত্রুদের হয়ে কাজ করেছে তাদের জন্য কোনো ক্ষমা নেই। এছাড়া, বিচার বিভাগের কর্মকর্তারা চার দাঙ্গাকারীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় আইআরজিসি সন্তুষ্টি প্রকাশ করেছে। এই চার দাঙ্গাকারী ইহুদিবাদী ইসরাইলের এজেন্ট হিসেবে কাজ করছিল। 
আইআরজিসি বলেছে, ইসরাইলের পক্ষে গুপ্তচর হিসেবে কাজ করা ব্যক্তিদের বিষয়ে বিচার বিভাগের স্পর্শকাতরতা দেখে প্রমাণ হয় যে, বিচার বিভাগের কর্মকর্তারা দেশের নাগরিকদের জীবন রক্ষার ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক। বিবৃতিতে আইআরজিসি আরো বলেছে, দেশের আইন-শৃঙ্খলা এবং সামাজিক নিরাপত্তা যদি কেউ বিঘ্নিত করতে চায় তবে নিরাপত্তা, গোয়েন্দা বিভাগ, পুলিশ এবং বাসিজ বাহিনী তা মোকাবেলা করতে  কোনো রকম দ্বিধা করবে না। দেশের সম্পদ নষ্ট এবং জনগণের জীবন হুমকির মুখে ফেলার যেকোনো হীন প্রচেষ্টা বরদাশত করা হবে না বলে সুস্পষ্ট করে জানিয়েছে আইআরজিসি।
সম্প্রতি মাহসা আমিনি নামে এক কুর্দি তরুণী আপত্তিকরভাবে হিজাব পরার কারণে ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক হ্ওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলে বিদেশি মদদপুষ্ট সহিংসতা সৃষ্টিকারীরা আন্দোলনের নামে রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন বহু সম্পদের ক্ষয়ক্ষতি করেছে। এছাড়া, এসব সহিংসতায় ২০০ মতো মানুষ মারা গেছে।#  
পার্সটুডে/এসআইবি/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।