ইরান বলকান অঞ্চল ও বসনিয়ার জনগণের পাশে থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i116860-ইরান_বলকান_অঞ্চল_ও_বসনিয়ার_জনগণের_পাশে_থাকবে_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলকানকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং বসনিয়া হার্জেগোভিনাকে একটি পুরোনো বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, তার দেশ সব সময় বলকান অঞ্চল ও বসনিয়ার জনগণের পাশে থাকবে। বসনিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (মঙ্গলবার) সারায়েভোয় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী বাসিরা তুর্কোভিচের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২২ ০৯:৩৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল  বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসিরা তুর্কোভিচের সঙ্গে মন্তব্য করেন
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসিরা তুর্কোভিচের সঙ্গে মন্তব্য করেন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলকানকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং বসনিয়া হার্জেগোভিনাকে একটি পুরোনো বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, তার দেশ সব সময় বলকান অঞ্চল ও বসনিয়ার জনগণের পাশে থাকবে। বসনিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (মঙ্গলবার) সারায়েভোয় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী বাসিরা তুর্কোভিচের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

সাক্ষাতে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলেন। আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের শিরাজ শহরের একটি মাজারে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোক জানানোয় বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন খাত বিশেষ করে কৃষি, পর্যটন ও খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে ইরান ও বসনিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করা যেতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য নর্থ-সাউথ করিডোরে তার দেশের ভূকৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে এক্ষেত্রে বসনিয়া হার্জেগোভিনাকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে তেহরানের প্রস্তুতির কথা জানান। তিনি তার দেশের চলমান সহিংতা ও নৈরাজ্যের কথা উল্লেখ করে ইরানের দাঙ্গাকারীদের প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর উস্কানির কথা জানান এবং বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করছে।

সাক্ষাতে বাসিরা তুর্কোভিচ বলেন, ১৯৯০ এর দশকে বলকান যুদ্ধের সময় বসনিয়ার প্রতি ইরান সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছিল তা সেদেশের জনগণ কখনও ভুলবে না। বসিনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বসনিয়া আজ যে স্থানে দাঁড়িয়ে আছে ইরানের সহযোগিতা না থাকলে তা সম্ভব ছিল না। তিনি ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।