ওষুধ আমদানির ওপর নিষেধাজ্ঞা রোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা: ইরান
(last modified Sun, 11 Dec 2022 04:11:17 GMT )
ডিসেম্বর ১১, ২০২২ ১০:১১ Asia/Dhaka
  • ওষুধ আমদানির ওপর নিষেধাজ্ঞা রোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী রেজা নাজাফি বলেছেন, অন্য দেশ থেকে ওষুধ কেনার ওপর আমেরিকা যে অমানবিক ও লজ্জাজনক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা ইরানের রোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা ছাড়া কিছু নয়।

গতকাল (শনিবার) তুর্কমেনিস্তানে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বিষয় মিত্র দেশগুলোর এক উচ্চপর্যায়ের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। নাজাফি তার দেশের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়ে বলেন, ওষুধ আমদানির ওপর যে সব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে তারা প্রকৃতপক্ষে ওষুধ এবং চিকিৎসা সামগ্রীকে রোগীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে যা সম্পূর্ণভাবে বেআইনি, অমানবিক এবং লজ্জাজনক।

ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করার জন্য যে সমস্ত পদক্ষেপ দায়ী তার অন্যতম হলো নিষেধাজ্ঞাসহ একতরফাভাবে বিবর্তনমূলক পদক্ষেণ গ্রহণ। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র মানবাধিকারের চরম লঙ্ঘন নয় বরং এটি অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ভিকটিম দেশগুলোর জন্য বড় রকমের বাধা। নাজাফি বলেন, একতরফা এমন নিষেধাজ্ঞা চরম দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।

শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য ‘দি গ্রুপ অফ ফ্রেন্ডস অফ নিউট্রালিটি’ ২০২০ সালে তুর্কমেনিস্তানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে প্রায় ২০টি দেশ এর সদস্য।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ