বালুচিস্তান সুন্নি আলেম হত্যা
জড়িত অপরাধীদেরকে সমৃদ্ধি ও ঐক্যবিরোধী বললেন সর্বোচ্চ নেতা
ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তানের সুন্নি আলেম মৌলভী আব্দুল ওয়াহেদ রিগিকে অপহরণ ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘৃণ্য অপরাধের পেছনে যাদের হাত রয়েছে তারা প্রকৃতপক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধি এবং বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ঐক্য চায় না।
মৌলভী আ আব্দুল ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়ে সর্বোচ্চ নেতা আজ একটি বাণী দিয়েছেন। এতে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত এবং আন্তরিকতার সাথে অপরাধীদের খুঁজে বের করে ন্যায় বিচারের আওতায় আনার আহ্বান জানান।
সর্বোচ্চ নেতা তার বাণীতে বলেছেন, "ইরানের বিশিষ্ট ও সাহসী এই আলেমের মৃত্যুতে আমার হৃদয় দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠেছে। যারা এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত তারা মূলত বালুচ জাতি গোষ্ঠীর সমৃদ্ধি ও পুরো ইরানি জাতির ঐক্যের বিরোধিতা করেছে।
এ কাজের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এখন দ্রুত ও আন্তরিকতার সাথে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা কর্তব্য।”
সর্বোচ্চ নেতা সুন্নি আলেম আবদুল ওয়াহেদের পরিবার, সিস্তান-বালুচিস্তান প্রদেশের সমস্ত জনগণ বিশেষ করে খাশ ও ইরানশাহর শহরের অধিবাসীদের জন্য গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি সমস্ত ইরানি জাতির জন্য আল্লাহর রহমত কামনা করেন।
গত শুক্রবার প্রাদেশিক কর্মকর্তারা নিশ্চিত করেন যে মৌলভী আবদুল ওয়াহেদ রিগি অপহৃত এবং নিহত হয়েছেন। কারা এই অপহরণ ও হত্যাকাণ্ডর সঙ্গে জড়িত তা এখনো পরিষ্কার নয়। পুলিশ মামলার তদন্ত করছে।
মৌলভী আবদুল ওয়াহেদ খাশ শহরের ইমাম হোসেইন মসজিদের জুমা নামাজের খতিব ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক।#
পার্সটুডে/এসআইবি/১৪