ইরানে সহিংসতা:
ব্রিটেনের সঙ্গে সম্পর্কযুক্ত ৭ রিং লিডার আটক
ইসলামি প্রজাতন্ত্র ইরানে সম্প্রতি সংঘটিত দাঙ্গায় জড়িত থাকার দায়ে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কেরমান প্রদেশ থেকে সাতজন রিং লিডারকে আটক করেছে। ব্রিটিশ সরকারের সঙ্গে এসব সন্ত্রাসী ও অপরাধী চক্রের হোতার বিশেষ সম্পর্ক রয়েছে। ইরান জুড়ে সাম্প্রতিক সহিংসতায় এসব রিং লিডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গতকাল (রোববার) কেরমান প্রদেশের আইআরজিসির তারাল্লাহ ঘাঁটি এক বিবৃতিতে বলেছে, আইআরজিসি সদস্যরা জাগ্রস নামে একটি সন্ত্রাসী চক্রকে নিষ্ক্রিয় করে দিতে সক্ষম হয়েছে যারা বৃটেনের নেতৃত্বে সরাসরি বিপ্লব বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। এই গোষ্ঠী ইরানের ভেতরে এবং বাইরে তৎপর ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আইআরজিসি বলেছে, অভিযানের সময় এই সন্ত্রাসী চক্র মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে এবং তাদের সাত নেতা আটক হয়। এইসব নেতা সাম্প্রতিক সহিংসতায় পরিকল্পনা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি তারা নেতৃত্ব দিয়েছে এবং বিক্ষোভের সময় হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আইআরজিসি’র বিবৃতিতে আরো বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কারো কারো দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। এইসব রিংলিডারকে আটকের পর আইআরজিসির গোয়েন্দা সংস্থা এখন দেশের ভেতর ও বাইরের সদস্যদেরকে সনাক্ত করার চেষ্টা করছে।
গত ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনী নামে এক কুর্দি তরুণী পুলিশের হাতে আটকের পর হাসপাতালে অসুস্থতাজনিত কারণে মারা যায়। এরপর কথিত হিজাব-বিরোধী আন্দোলনের নামে ইরান জুড়ে দাঙ্গা-সহিংসতা চালায় বিদেশি মদদপুষ্ট কিছু লোক। তাদেরকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা বহু সংখ্যক দেশ।#
পার্সটুডে/এসআইবিেএনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।