রেডিও তেহরান শেয়ারার পুরস্কার (জুলাই-ডিসেম্বর) বিজয়ীদের নাম ঘোষণা
জানুয়ারি ০৫, ২০২৩ ১৮:৪৭ Asia/Dhaka
২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ/পেইজে রেডিও তেহরানের লাইভ স্ট্রিমিং ও পার্সটুডে ডটকমের সংবাদ/অনুষ্ঠানের লিংক শেয়ারকারী শীর্ষ ছয়জনের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বিজয়ীদের তালিকা
| ক্রমিক | নাম | ঠিকানা | স্থান |
| ০১. | বিধান চন্দ্র সান্যাল | দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত। | প্রথম |
| ০২. | বানি আমিন বিশ্বাস | কুলবাড়ীয়া, মেহেরপুর, বাংলাদেশ। | দ্বিতীয় |
| ০৩. | আব্দুল কুদ্দুস মাস্টার | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ। | তৃতীয় |
| ০৪. | আতাউর রহমান রঞ্জু | পীরগাছা, রংপুর, বাংলাদেশ | চতুর্থ |
| ০৫. | তাজির উদ্দিন | বড়লেখা, মৌলভীবাজার, বাংলাদেশ। | পঞ্চম |
| ০৬ | মোঃ নূর আলম | শার্শা, যশোর, বাংলাদেশ। | ষষ্ঠ |
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
ট্যাগ