ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১৮:৫৬ Asia/Dhaka
  • দাঙ্গার ঘটনায় আটক বন্দিদের মুক্তি
    দাঙ্গার ঘটনায় আটক বন্দিদের মুক্তি

ইসলামী প্রজাতন্ত্র ইরানে সংঘটিত সাম্প্রতিক দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিদের মুক্তি দিতে শুরু করেছে সরকার। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পক্ষ থেকে আটক ব্যক্তিদের গণভাবে ক্ষমার ঘোষণার পর এই মুক্তি দেয়ার কার্যক্রম শুরু হলো।

ইরানের বিভিন্ন প্রদেশের বিচার বিভাগের কর্মকর্তারা বন্দিদেরকে আজ থেকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করেন। ইরানের মিজান নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
একদিন আগে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিন এজেয়ি সমস্ত প্রদেশকে সর্বোচ্চ নেতা ঘোষিত দিকনির্দেশনার আওতায় পড়া বন্দীদের মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। 
মিজান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে বহু সংখ্যক বন্দিকে মুক্তি দেয়া হয়েছে এবং আরো অনেককে মুক্তি দেয়া যায় কিনা তার আইনগত নানা দিক খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী দিনগুলোতে আরো মুক্তি দেয়া হবে।
সর্বোচ্চ নেতা যে গণভাবে ক্ষমার ঘোষণা করেছেন তারা আওতায় সব বন্দিকে মুক্তি দেয়া হবে না। যেসব ব্যক্তি বিদেশি গোয়েন্দা সংস্থার গুপ্তচর হিসেবে কাজ করেছে, যেসব গ্রুপ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সরাসরি শত্রুতা করে- এরকম গোষ্ঠীর সাথে যে সমস্ত ব্যক্তির সম্পর্ক ছিল এবং যেসব ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তা বিরোধী মারাত্মক তৎপরতার অভিযোগ রয়েছে তাদেরকে মুক্তি দেয়া হবে না।
ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের ৪৪তম বার্ষিকী এবং ইমাম আলী (আ) পবিত্র জন্মদিন উপলক্ষে সর্বোচ্চ নেতা বন্দিদের ব্যাপারে গণভাবে ক্ষমা ঘোষণা করেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ