ট্রাম্পের ব্যর্থনীতি অনুসরণ করছেন বাইডেন
ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানালেন নাসের কানয়ানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের ব্যর্থনীতি অনুসরণ অব্যাহত রেখেছে। গতকাল (বৃহস্পতিবার) মার্কিন সরকার ইরানভিত্তিক পেট্রো কেমিক্যাল কোম্পানির কয়েকজন কর্মকর্তা এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরভিত্তিক তিনটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর একথা বললেন নাসের কানয়ানি।
তিনি বলেন, মার্কিন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রমাণ করে ওয়াশিংটন অবৈধ নীতি অনুসরণ করছে এবং তেহরানের অবস্থান সঠিক রয়েছে। মার্কিন সরকার ইরান ও পরমাণু সমঝোতার ব্যাপারে তাদের অশুভ ইচ্ছা এবং কপটতার নীতি অনুসরণ করছে।
ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেন, বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞার নীতি শুধুমাত্র ইরানের দৃঢ় মনোবলকে আরো জোরালো করবে এবং এর মধ্য দিয়ে তেহরান তার জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করবে। ইরান তার বৈধ এবং অবশ্যম্ভাবী অধিকার আদায় করতে কোনরকমের ছাড় দেবে না বলেও উল্লেখ করেন কানয়ানি।
নাসের কানয়ানি বলেন, একতরফা ও জবরদস্তিমূলক এই ধরনের নিষেধাজ্ঞা সারা বিশ্বের চর্চিত প্রথা এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার অধিকার ইরানের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গতকাল দিনের প্রথম ভাগে বাইডেন প্রশাসন ইরানভিত্তিক কয়েকটি পেট্রো-কেমিক্যাল কোম্পানির কর্মকর্তা এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরভিত্তিক তিনটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের তেল উৎপাদন, বিক্রি এবং রপ্তানির মাধ্যমে দেশটির জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের ব্যবস্থা করছে বলে ওয়াশিংটন দাবি করে।#
পার্সটুডে/এসআইবি/১০