বন্দিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ নাকচ করল বিচার বিভাগ
(last modified Sat, 11 Feb 2023 08:30:08 GMT )
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১৪:৩০ Asia/Dhaka
  • ইরানের বিচার বিভাগ
    ইরানের বিচার বিভাগ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ঘোষিত সাধারণ ক্ষমায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বন্দিদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ নাকচ করে দিয়েছে এদেশের বিচার বিভাগ। ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে বলেছে, সর্বোচ্চ নেতা সাধারণ ক্ষমা ঘোষণা করে যে উদারতা দেখিয়েছেন তার গুরুত্ব ম্লান করে দেয়ার লক্ষ্যে এ ধরনের অভিযোগ উত্থাপন করা হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

কিছু কিছু সামাজিক মাধ্যমের পাশাপাশি পশ্চিমাদের তৈরি সাইবার জগতে একটি খবর ব্যাপকভাবে প্রচার করা হয় যে, সাম্প্রতিক দাঙ্গার সময় আটক ব্যক্তিদের কাছ থেকে কিছু মিথ্যা জবানবন্দি আদায় করা হয়েছে। জোরপূর্বক ওই স্বীকারোক্তি আদায় করার পর তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হয়েছে। বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার সাধারণ ক্ষমার বিষয়টি তাৎক্ষণিকভাবে সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। দেশের মানুষ সাধারণ ক্ষমার বিষয়টিকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। ইসলামি ইরানের শত্রুরা এ বিষয়টিকে ম্লান করে দিতে অপপ্রচার শুরু করে বলে বিচার বিভাগের মিডিয়া উইং জানায়।

ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেন-এজেয়ি’র অনুরোধে সাড়া দিয়ে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক সপ্তাহেরও কম সময় আগে বিপুল সংখ্যক বন্দিকে মুক্তির নির্দেশ দেন। ইসলামি বিপ্লব বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতার সাধারণ ক্ষমা পাওয়া এসব বন্দির বেশিরভাগকে সম্প্রতি বিদেশি মদদপুষ্ট দাঙ্গার সময় আটক করা হয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।