৪,০০০ কোটি ডলার বিনিয়োগ করার জন্য চীনের প্রতি ইরানের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i119774
ইরানের তেল খাতে ৪,০০০ কোটি ডলার বিনিয়োগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের তেলমন্ত্রী আহমাদ আসাদজাদে এ খবর জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাম্প্রতিক বেইজিং সফরে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১৫:২১ Asia/Dhaka
  • রায়িসি-শি জিনপিং
    রায়িসি-শি জিনপিং

ইরানের তেল খাতে ৪,০০০ কোটি ডলার বিনিয়োগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের তেলমন্ত্রী আহমাদ আসাদজাদে এ খবর জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাম্প্রতিক বেইজিং সফরে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরো বলেছেন, তেল ও গ্যাসের ভাণ্ডারের উপর দাঁড়িয়ে আছে ইরান। ইরানের এই সেক্টরে বিনিয়োগের জন্য চীনের সামনে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। তেলমন্ত্রী বলেন, চীনকে যেসব প্রস্তাব দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মিথানল থেকে ওলেফিন উৎপাদনের বেশ কয়েকটি ইউনিট তৈরি এবং দক্ষিণ ইরানে কয়েকটি তেল শোধনাগার নির্মাণ।

আহমাদ আসাদজাদে বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চীন মনে করে আমাদের দেশের ওপর আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা সত্ত্বেও এদেশে বিনিয়োগ করতে তাদের কোনো বাধা নেই।”  ইরানি মন্ত্রী বলেন, চীনা বিনিয়োগের বাইরেও তার দেশের তেল খাতের উন্নয়নে বেইজিং ২,০০০ কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজ দেবে বলে তেহরান আশা করছে।

সম্প্রতি ইরানের  প্রেসিডেন্ট সাইয়্যদ ইব্রাহিম রায়িসি চীন সফর করেন। তিন দিনব্যাপী ওই সফরে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও জ্বালানী খাতে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ছিল ইরানের কোনো প্রেসিডেন্টের প্রথম বেইংজিং সফর। প্রেসিডেন্ট রায়িসি তেহরানে ফিরে তার সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে ঘোষণা করেছেন।#     

পার্সটুডে/এমএমআই/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।