ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুতি ঘোষণা করলো আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরাকের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতে আইআরজিসি প্রস্তুত রয়েছে। তিনি আজ (সোমবার) তেহরানে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী সাবেত মুহাম্মাদ সাঈদ রেজা'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
জেনারেল সালামি আরও বলেছেন, আইআরজিসি ইরাকে সামরিক উপদেষ্টা পাঠানোর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও তৎপরতা চালাতে আগ্রহী। তিনি বলেন, ইরান মুসলিম বিশ্বে ইরাককে অত্যন্ত গুরুত্ব দেয়। ইরান সব সময় চায় ইরাক দৃঢ় ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে টিকে থাকুক। কিন্তু আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল পশ্চিম এশিয়ায় আধিপত্য বিস্তার করতে চায়, তারা ইরান ও ইরাকে অস্থিতিশীলতা ও অনিরাপত্তা জিইয়ে রাখতে চায়।
আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল সালামি বলেন, পশ্চিম এশিয়ায় আমেরিকার উপস্থিতি হ্রাস পেলেও এখন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনো কোনো মুসলিম দেশের সম্পর্ক প্রতিষ্ঠার মতো কষ্টদায়ক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অবশ্য এ ক্ষেত্রে ইরাক প্রশংসনীয় অবস্থান নিয়েছে।
এ সময় ইরাকের প্রতিরক্ষামন্ত্রী সেদেশে আইএসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী মোকাবেলায় সহযোগিতার জন্য ইরাকের জনগণ ও সর্বোচ্চ নেতাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।#
পার্সটুডে/এসএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।