মার্চ ০৬, ২০২৩ ১৩:৩৪ Asia/Dhaka
  • এইওআই প্রধান মোহাম্মদ ইসলামি
    এইওআই প্রধান মোহাম্মদ ইসলামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি রক্ষায় তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং এগুলোর ভিত্তিতেই ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হয়। পাশাপাশি ইরানের জাতীয় সংসদে যে কৌশলগত আইন প্রণয়ন করা হয়েছে সেটিও দেশের পরমাণু কর্মসূচি পরিচালনার ভিত্তি। এক্ষেত্রে পরমাণু সমঝোতা কোনো ভিত্তি হিসেবে কাজ করে না।

আইএইএ'র প্রধান রাফায়েল গ্রোসির ইরান সফরের পর গতকাল (রোববার) দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মোহাম্মদ ইসলামি।

গ্রোসির সফর সম্পর্কে মন্তব্য জানতে চাইলে ইরানের এই কর্মকর্তা বলেন, আইএইএ'র সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখা উচিত হবে এবং সংস্থার সঙ্গে ইরানের বর্তমান যে সম্পর্ক তা থেকে ইহুদিবাদী ইসরাইলকে কোনো রকমের সুযোগ নিতে দেয়া যাবে না, যাতে এই সংস্থা তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ভিত্তিতে কখনো তেহরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হয় না।

মোহাম্মদ ইসলামি সুস্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতা নিয়ে যেহেতু অন্য পক্ষ সহযোগিতা করছে না, সেক্ষেত্রে কোনোভাবেই এটি ইরানের পরমাণু কর্মসূচির ভিত্তি হতে পারে না।

তিনি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ রা হয়েছে তাও প্রত্যাহারের আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৬

ট্যাগ