কুরআন তেলাওয়াতের আসরে তর্জমা ও তাফসির করার আহ্বান সর্বোচ্চ নেতার
https://parstoday.ir/bn/news/iran-i121022-কুরআন_তেলাওয়াতের_আসরে_তর্জমা_ও_তাফসির_করার_আহ্বান_সর্বোচ্চ_নেতার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পবিত্র কুরআন তেলাওয়াতের যেকোনো আসরে কিছু কিছু আয়াতের তরজমা ও তাফসির করারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই পদ্ধতি অনুসরণ করলে শ্রোতারা অনেক বেশি উপকৃত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৩, ২০২৩ ২০:১৮ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পবিত্র কুরআন তেলাওয়াতের যেকোনো আসরে কিছু কিছু আয়াতের তরজমা ও তাফসির করারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই পদ্ধতি অনুসরণ করলে শ্রোতারা অনেক বেশি উপকৃত হবে।

রাজধানী তেহরানে বৃহস্পতিবার সন্ধ্যায় রমজান মাসের প্রথম দিনে তেহরানের ইমাম খোমেনী নামক হুসাইনিয়া ভবনে অনুষ্ঠিত কুরআন তিলাওয়াতে এক মাহফিলে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি ক্বারী ও পবিত্র কুরআনের প্রচার কাজে জড়িত কর্মকর্তা ওই মাহফিলে উপস্থিত ছিলেন।

সর্বোচ্চ নেতা বলেন, সহিহ ও সুন্দর উচ্চারণে কুরআন তেলাওয়াতের একটি উদ্দেশ্য হওয়া উচিত শ্রোতাদের মুগ্ধ করা। আর শ্রোতাদের মুগ্ধ করতে হলে ক্বারীকে এমনভাবে তেলাওয়াতের চর্চা করতে হবে যাতে তিনি নিজে আগে নিজের তেলাওয়াত শুনে মুগ্ধ হন।

ইরানে সহিহ-শুদ্ধ উচ্চারণে এবং মনোমুগ্ধকর কণ্ঠে তেলায়াতকারী ক্বারীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, প্রাপ্ত পরিসংখ্যানে দেখা গেছে, অন্য সব কিছুর চেয়ে কুরআন চর্চার দিক দিয়ে ইরান সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে যা অত্যন্ত আশাব্যাঞ্জক ঘটনা।

সর্বোচ্চ নেতার বক্তব্যের আগে ইরানের বিশিষ্ট ক্বারীগণ সুমিষ্ট কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এরপর মাগরিবের আজান হলে নামাজ আদায় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।# 

পার্সটুডে/এমএমআই/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।