এপ্রিল ০৬, ২০২৩ ১৪:২৪ Asia/Dhaka
  • এশিয়া বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হবে এবং ইরান হবে গুরুত্বপূর্ণ দেশ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ অর্থমন্ত্রী মেহেদী সাফারি বলেছেন, এশিয়া বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হতে চলেছে এবং ইরান সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দিয়ে এক সাক্ষাৎকারে সাফারি এই মন্তব্য করেন। তিনি বলেন, নতুন এশিয়াকে কেন্দ্র করে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার দ্রুত একটি রূপ পরিগ্রহ করছে।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হওয়ার পথে রয়েছে এশিয়া মহাদেশ এবং ইরান সেখানে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ভূমিকা পালন করবে। বিশ্ব দ্রুত এককেন্দ্রিক ব্যবস্থা থেকে বহু কেন্দ্রিক অর্থ ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে।

তিনি প্রেস টিভির ইনসাইট অনুষ্ঠানে আরো বলেন, “আমি বিশ্বাস করি আন্তর্জাতিক সমীকরণ বদলে গেছে এবং বিশ্ব অর্থনীতি এশিয়ার দিকে ফিরছে যার বিস্তৃতি পশ্চিম এশিয়া থেকে পূর্ব এশিয়া পর্যন্ত এবং বিশ্ব অর্থনীতির মূল ব্যবস্থা নির্ভর করবে এশিয়ার ওপর।

ইরানি মন্ত্রী বলেন, আমেরিকা রাশিয়াকে দুর্বল করার জন্য ন্যাটো সামরিক জোট শক্তিশালী করার দিকে বিশেষভাবে নজর দিয়েছে। এই সুযোগে চীন বিশ্ব অর্থনীতির নেতৃত্বে চলে এসেছে। রাশিয়াকে নিয়ে আমেরিকা ব্যস্ত থাকার কারণে চীন এই সুযোগ নিয়েছে।

মেহেদী সাফারি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক যুদ্ধ ইরানের জন্য বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে এবং ইরানের যে সামরিক দুর্বলতা ছিল সেগুলো দূর করার জন্য এই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়েছে। এতে ইরান অমূল্য সব অর্জন করেছে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ