এপ্রিল ০৯, ২০২৩ ১৯:০৪ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের জন্য প্রতিরোধ ফন্টের পক্ষ থেকে কঠোর শাস্তি অপেক্ষা করছে।

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়ে ইরানি স্পিকার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি আজ (রোববার) ইরানের জাতীয় সংসদের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা রাখতে গিয়ে এসব কথা বলেন।

বাকের কলিবফ বলেন, “মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্টের জন্য আমি জোরালো ভাষায় ইহুদিবাদী ইসরাইলের নিন্দা জানাচ্ছি। পাশাপাশি সেখানে ইবাদতরত মুসল্লিদের ওপর মারধর এবং তাদেরকে আটক করার কঠোর প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের উপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার।

আল-আকসা মসজিদ এলাকার আশপাশে ইহুদিবাদী দখলদার সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী একদল ইহুদিবাদী

 

কয়েক দশক ধরে লাগামহীনভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এর বিরুদ্ধে বিশ্বের সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর এবং ফিলিস্তিনি প্রতিরোধকামী ভাইবোনদের প্রতি সমর্থন জোরদার করার আহ্বান জানান ইরানি স্পিকার।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ