লেবাননের বিদ্যুৎ সংকটের সমাধান করে দিতে পারবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i122530-লেবাননের_বিদ্যুৎ_সংকটের_সমাধান_করে_দিতে_পারবে_ইরান_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে লেবাননের বিদ্যুৎ সংকটের সমাধান করে দিতে পারবে। লেবানন সফররত আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৯, ২০২৩ ০৮:৫২ Asia/Dhaka
  • লেবাননের বিদ্যুৎ সংকটের সমাধান করে দিতে পারবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে লেবাননের বিদ্যুৎ সংকটের সমাধান করে দিতে পারবে। লেবানন সফররত আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, তিন দিনের বৈরুত সফরে তিনি লেবাননের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একথা জানিয়েছেন এবং এ ব্যাপারে যৌথ সহযোগিতার জন্য একটি সমঝোতা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এক্ষেত্রে মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা- সেটি নিয়ে শঙ্কা থাকা স্বাভাবিক। তবে আপনাদের জানা উচিত, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এরইমধ্যে ব্যর্থ হয়েছে।”

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরাকের মতো দেশগুলোতে বিদ্যুৎ ও তেল রপ্তানি করে যাচ্ছে তেহরান।  তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে সহযোগিতা হলে ইরান ও লেবানন উভয় দেশ ব্যবসায়িক দিক দিয়ে লাভবান হবে এবং তা লেবাননের জনগণের জীবনমানের উন্নয়ন ঘটাবে। তেহরান ও বৈরুত এরকম একটি সহযোগিতা নিয়ে কাজ করছে বলে জানান ইরানের শীর্ষ কূটনীতিক।

লেবাননে বেশ কিছুদিন ধরে বিদ্যুতের সংকট চলছে। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত এবং ব্যবসা-বাণিজ্যের গতি মন্থর হয়ে পড়েছে। ২০১৯ সাল থেকে অর্থনৈতিক সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি আমদানি করতে পারছে না দেশটি। গত বছর হিজবুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে সিরিয়ার মাধ্যমে লেবাননে জ্বালানি সরবরাহ করেছিল ইরান।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৯