মে ০২, ২০২৩ ১০:১০ Asia/Dhaka
  • আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে ইরান ও ভারত

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত ও ইরান।

সোমবার তেহরান সফররত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার ইরানি সমকক্ষ আলী শামখানির মধ্যে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে দু’দেশ।

বিবৃতিতে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সম্মত হয়েছে ভারত ও ইরান। একইসঙ্গে দোভাল ও শামখানি আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হন।

দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভারত ও ইরানের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা ছিল দু’দেশের পক্ষ থেকে ঘোষিত যৌথ বিবৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সমুদ্রবন্দর চবাহারের উন্নয়ন দু’দেশের মধ্যে সহযোগিতার একটি উজ্জ্বল নিদর্শন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।ইরানের ভেতর দিয়ে মধ্য এশিয়ায় পণ্য রপ্তানি করার লক্ষ্যে ভারত ওই সমুদ্রবন্দরের একাংশের উন্নয়ন কাজ করছে।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ