হত্যাকাণ্ডের নিশ্চিত প্রতিশোধের অঙ্গীকার করল ইরানি পুলিশ
https://parstoday.ir/bn/news/iran-i123474
পাকিস্তান সীমান্তে সন্ত্রাসীদের গঙলিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কয়েকজন সীমান্তরক্ষী শহীদ হওয়ার পর দেশের পুলিশ এই হত্যাকাণ্ডের নিশ্চিত প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ২২, ২০২৩ ১৫:৩১ Asia/Dhaka
  • হত্যাকাণ্ডের নিশ্চিত প্রতিশোধের অঙ্গীকার করল ইরানি পুলিশ

পাকিস্তান সীমান্তে সন্ত্রাসীদের গঙলিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কয়েকজন সীমান্তরক্ষী শহীদ হওয়ার পর দেশের পুলিশ এই হত্যাকাণ্ডের নিশ্চিত প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। 

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান বালুচিস্তান প্রদেশে শহীদ পুলিশ সদস্যদের দাফন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইরানের পুলিশ বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেযায়ি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, প্রতারিত লোকজন যারা শত্রুদের প্রদাঙ্ক অনুসরণ করছে তারা নিশ্চিতভাবে তাদের এই অপরাধযজ্ঞের যথোপযুক্ত জবাব পাবে।
গত শনিবার প্রদেশের সারাভান এলাকায় সশস্ত্র সন্ত্রাসী এবং ইসলামী বিপ্লব বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে এই পাঁচ সীমান্তরক্ষী শহীদ হন।
এই হত্যাকাণ্ড সম্পর্কে ইরানি পুলিশের উপপ্রধান বলেন, দেশের পুলিশ বাহিনী এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ব্যাপারে অনেক বেশি দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি এও বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের কারণে ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কের কোনো অবনতি ঘটবে না।#
পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।