পশ্চিমারা শক্তিশালী ইরান দেখতে চায় না: নাসের কানয়ানি
(last modified Fri, 26 May 2023 11:23:18 GMT )
মে ২৬, ২০২৩ ১৭:২৩ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরান গতকাল (বৃহস্পতিবার) যে প্রিসিশন গাইডেড খাইবার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে তার বিরোধিতা করায় পাশ্চাত্যের সমালোচনা করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, পশ্চিমা দেশগুলো ইরানের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর বিরোধিতা করে কারণ তারা শক্তিশালী ইরান দেখতে চায় না।

তিনি ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামকে পাশ্চাত্যের সমর্থন এবং ইরাককে অস্ত্র সরবরাহের ইতিহাস তুলে ধরে বলেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা এবং ফ্রান্স সাদ্দাম সরকারকে যেসব অস্ত্র সরবরাহ করেছে তা দিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে 8 বছর যুদ্ধ চালিয়েছে। এখন সেই পাশ্চাত্য দুনিয়া ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় উদ্বিগ্ন। প্রকৃতপক্ষে তারা শক্তিশালী ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গতকাল ইরান অত্যাধুনিক প্রযুক্তির খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২০০০ কিলোমিটার এবং এটি ১৫০০ কেজি বহন করতে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর আমেরিকা এবং ফ্রান্স বিবৃতি প্রকাশ করে এর বিরোধিতা করেছে। তারা বলেছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।#

পার্সটুডে/এসআইবি/২৬

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ