ইরানের ইয়াজদ প্রদেশে মরু হ্রদের অপূর্ব দৃশ্য
https://parstoday.ir/bn/news/iran-i124554-ইরানের_ইয়াজদ_প্রদেশে_মরু_হ্রদের_অপূর্ব_দৃশ্য
ইরানে মরুভূমির প্রাণকেন্দ্রে ইয়াজদ বর্জ্য পানি শোধনাগার থেকে পানি প্রবাহিত হওয়ার কারণে মরুভূমি হ্রদ বা ইয়াজদ বর্জ্য উপহ্রদ তৈরি হয়েছে। প্রবাহিত বালির মাঝে এই জলাভূমির অস্তিত্ব এক সুন্দর দৃশ্যের সৃষ্টি করেছে এবং সেখানে শীতকালীন পরিযায়ী পাখিদের অস্থায়ী গন্তব্যে পরিণত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৭, ২০২৩ ২১:৫৪ Asia/Dhaka
  • ইরানের ইয়াজদ প্রদেশে মরু হ্রদের অপূর্ব দৃশ্য

ইরানে মরুভূমির প্রাণকেন্দ্রে ইয়াজদ বর্জ্য পানি শোধনাগার থেকে পানি প্রবাহিত হওয়ার কারণে মরুভূমি হ্রদ বা ইয়াজদ বর্জ্য উপহ্রদ তৈরি হয়েছে। প্রবাহিত বালির মাঝে এই জলাভূমির অস্তিত্ব এক সুন্দর দৃশ্যের সৃষ্টি করেছে এবং সেখানে শীতকালীন পরিযায়ী পাখিদের অস্থায়ী গন্তব্যে পরিণত হয়েছে।

এই উপহ্রদটি ইয়াজদ শহর থেকে ৪ কিমি উত্তরে অবস্থিত। এর দৈর্ঘ্য ৩ কিমি এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১১৪৫ মিটার উপরে। ইয়াজদ স্যুয়ারেজ লেগুন সম্প্রতি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। মরুভূমির এই হ্রদে রাত কাটাতে এবং ইয়াজদের সুন্দর আকাশ উপভোগ করতে এখানে বিপুল সংখ্যক পর্যটক ভীড় করেন। #

 

পার্সটুডে/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।