জুন ২১, ২০২৩ ১০:২৩ Asia/Dhaka
  • ‘তেহরানের সঙ্গে সম্পর্কের পূর্ণাঙ্গ উন্নয়ন চায় দোহা’

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশ সম্পর্কের পূর্ণাঙ্গ উন্নয়ন চায়। দুই দেশের মধ্যে বর্তমানে যে শক্তিশালী সম্পর্ক রয়েছে তারও প্রশংসা করেন তিনি।

দোহা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে গতকাল (মঙ্গলবার) এক বৈঠকে এসব কথা বলেন কাতারের আমির। তিনি তার ব্যক্তিগত শুভেচ্ছা ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে পৌঁছে দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

কাতারের আমির ইরানকে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, এ অঞ্চলে ইরানের বিশেষ অবস্থান রয়েছে। একই সঙ্গে তিনি ইরান ও কাতারের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান।

কাতারি আমির আরো বলেন, দোহা এবং তেহরানের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি হচ্ছে তবে এখনো পর্যন্ত এই সম্পর্ক কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক কাঙ্খিত মাত্রায় পৌঁছানোর জন্য দুদেশের মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন শেখ তামিম বিন হামাদ আলে সানি।

বৈঠকে আমির আব্দুল্লাহিয়ান আঞ্চলিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে কাতারের ভূমিকার প্রশংসা করেন। এ সময় তিনি ইরানি প্রেসিডেন্টের পক্ষ থেকে কাতারের আমিরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন। তিনিও তেহরান ও দোহার মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর আহ্বান জানান। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি আফগানিস্তান এবং ফিলিস্তিনের ঘটনাবলী নিয়ে কাতারের আমির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর২১

ট্যাগ