২০২২ সালে ইরানের তেল রপ্তানি থেকে আয় বেড়েছে ৩৫%
https://parstoday.ir/bn/news/iran-i125058-২০২২_সালে_ইরানের_তেল_রপ্তানি_থেকে_আয়_বেড়েছে_৩৫
ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০২২ সালে অপরিশোধিত তেল বিক্রি থেকে শতকরা ৩৫ ভাগ বাড়তি আয় করেছে। গত বছর ইরান মোট পাঁচ হাজার চারশ কোটি ডলারের তেল রপ্তানি করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০২, ২০২৩ ১৪:৫০ Asia/Dhaka
  • ২০২২ সালে ইরানের তেল রপ্তানি থেকে আয় বেড়েছে ৩৫%

ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০২২ সালে অপরিশোধিত তেল বিক্রি থেকে শতকরা ৩৫ ভাগ বাড়তি আয় করেছে। গত বছর ইরান মোট পাঁচ হাজার চারশ কোটি ডলারের তেল রপ্তানি করে।

আমেরিকার এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআইএ এই তথ্য নিশ্চিত করেছে। ইআইএ হচ্ছে মার্কিন সরকারের জ্বালানি বিষয়ক প্রধান তথ্য-উপাত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান।

আমেরিকার এই প্রতিষ্ঠানটি বলছে, ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা থাকার পরেও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে শতকরা ৩৫ ভাগ বেশি তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে ইরান। ইআইএ তেল রপ্তানি কারক দেশগুলোর সংগঠন ওপেকের তেল রপ্তানির তথ্য গত ২৮ জুন আপডেট করেছে। এই আপডেট তথ্য থেকে জানা যাচ্ছে যে, ইরান ২০২২ সালে মোট পাঁচ হাজার ৪০০ কোটি ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করেছে।

এই পরিসংখ্যানে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে পঞ্চম প্রধান তেল রপ্তানিকারক দেশ হিসেবে দেখানো হয়েছে।গত বছরের দ্বিতীয়ার্ধে আকস্মিকভাবেই চীনের বেসরকারি কোম্পানিগুলো ইরান থেকে বিপুল পরিমাণ তেল কিনেছে। আর এতেই বেড়ে যায় ইরানের তেল রপ্তানির পরিমাণ। ইরানের তেল বিক্রির বিষয়টিকে মার্কিন সরকারের চাপ ও নিষেধাজ্ঞা মোকাবেলার ক্ষেত্রে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী- ইরান প্রতিদিন গড়ে প্রায় বিশ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে।ইরান যাতে বিশ্বে কোথাও তেল রপ্তানি করতে না পারে সেজন্য ২০১৯ সাল থেকে ইরানের ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু ইরান সবসময় বলেছে, তারা এই নিষেধাজ্ঞা বানচাল করে দেবে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।