সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হলো ইরান
https://parstoday.ir/bn/news/iran-i125146-সাংহাই_সহযোগিতা_সংস্থার_পূর্ণ_সদস্য_হলো_ইরান
আনুষ্ঠানিকভাবে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও'র পূর্ণ সদস্যপদ পেল ইসলামি প্রজাতন্ত্র ইরান। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৪, ২০২৩ ১৭:৪৪ Asia/Dhaka
  • সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হলো ইরান

আনুষ্ঠানিকভাবে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও'র পূর্ণ সদস্যপদ পেল ইসলামি প্রজাতন্ত্র ইরান। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক সংস্থা।

আজ (মঙ্গলবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শুরু হওয়া ২৩তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ইরানের পূর্ণ সদস্যপদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যদিয়ে সংস্থাটিতে ইরানের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির আনুষ্ঠানিকতা শেষ হলো।

এখন থেকে ১৫ বছর আগে এসসিও’র সদস্যপদের জন্য আবেদন জানিয়েছিল ইরান। কিন্তু ২০২১ সালে এসে সংস্থাটি ইরানের আবেদন বিবেচনা করতে সম্মত হয়। ২০২২ সালের মার্চ মাসে ইরানকে এই সংস্থার অন্তর্ভুক্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

একই বছরের সেপ্টেম্বর মাসে ইরান এসসিও’র অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি সমঝোতা স্মারক বা এমওইউতে সই করে। এর একমাস পর ইরানের পার্লামেন্ট এসসিও’তে এদেশের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে অনুমোদন দেয়।

এসসিও মূলত একটি কূটনৈতিক সংস্থা যার সদরদপ্তর চীনে অবস্থিত। বর্তমানে এটির আট পূর্ণাঙ্গ সদস্যদেশ হচ্ছে, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরঘিজিস্তান ও তাজিকিস্তান। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা নিজেদের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতার পাশাপাশি যৌথ নিরাপত্তা ইস্যুগুলোতে পরস্পরকে সহায়তা করে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।