পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে মস্কোর যৌথ বিবৃতির প্রতিবাদ
৩ দ্বীপের মালিকানা: রাশিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
পারস্য উপসাগরের তিন দ্বীপের মালিকানা নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়ার যৌথ বিবৃতির প্রতিবাদে তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক আলীরেজা এনায়েতি রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভকে তলব করেন। তিনি মস্কো থেকে প্রকাশিত যৌথ বিবৃতির কড়া প্রতিবাদ জানান।
এ সময় দেদোভকে এয়ায়েতি জানান, পারস্য উপসাগরের দ্বীপ তিনটি ইরানের এবং এ ব্যাপারে রাশিয়া যেন তার নীতি পরিবর্তন করে। উত্তরে রুশ রাষ্ট্রদূত বলেন, ইরানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি মস্কো সম্মান প্রদর্শন করে এবং তিনি ইরানের প্রতিবাদের বিষয়টি অবিলম্বে মস্কোকে অবহিত করবেন।
গত সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে স্বাগতিক দেশের কৌশলগত সংলাপ শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তিন দ্বীপের মালিকানা নিয়ে আরব আমিরাতের দাবির প্রতি সমর্থন জানানো হয়।
বাস্তবতা হচ্ছে, পারস্য উপসাগরের তিন দ্বীপ- গ্রেটার তোম্ব, লেসার তোম্প এবং আবু মুসা ঐতিহাসিকভাবে ইরানি ভূখণ্ডের অন্তর্গত ছিল। তবে ১৯২১ সালে দ্বীপ তিনটি উপনিবেশবাদী ব্রিটেনের নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তীতে ১৯৭১ সালের ৩০ নভেম্বর ব্রিটিশ সেনারা মধ্যপ্রাচ্য ত্যাগ করার একদিন পর এবং সংযুক্ত আরব আমিরাত নামক রাষ্ট্রের আনুষ্ঠানিক অভ্যুদয়ের দু’দিন আগে দ্বীপগুলোর ওপর ইরান তার সার্বভৌম ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করে। কিন্তু তখন থেকে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিহীনভাবে ইরানের ওই তিন দ্বীপের মালিকানা দাবি করে আসছে। #
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।