পবিত্র কুরআন অবমাননা; ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i125878-পবিত্র_কুরআন_অবমাননা_ডেনমার্কের_রাষ্ট্রদূতকে_তলব_করল_ইরান
মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ইরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ডেনিশ রাষ্ট্রদূতকে গতকাল (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৩, ২০২৩ ১০:১৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ইরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ডেনিশ রাষ্ট্রদূতকে গতকাল (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এর আগে, শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে একদল উগ্রবাদী ও ইসলামভীতি প্রচারকারী মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনে অগ্নি সংযোগ করে।

এছাড়া, ইসলাম-বিরোধী স্লোগান সম্বলিত একটি পতাকা তারা বহন করে যাতে ইসলাম ও মুসলমানদেরকে অবমাননা করা হয়। এই গ্রুপ পুলিশি সুরক্ষায় ইরাকি পতাকা এবং পবিত্র কুরআন পায়ে দলে অবমাননা করে।

উগ্রবাদী এই গ্রুপটি বলেছে, বাগদাদে অবস্থিত সুইডেনের দূতাবাসে হামলার প্রতিবাদে তারা কুরআনে অগ্নিসংযোগ এই মহাগ্রন্থের অবমাননা করে।ডেনিশ রাষ্ট্রদূতকে ডেকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কুরআন অবমাননার কঠোর প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, বিশ্বের যেকোন জায়গায় ইসলাম এবং পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা হলে ইরান তার প্রতিবাদ জানাবে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরো বলেন, "ইউরোপে পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানো জাহেলিয়াতের যুগ এবং মধ্যযুগের অন্ধকার পরিবেশের কথা স্মরণ করিয়ে দেয় যা পশ্চিমে চিন্তা ও চিন্তার স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি।"#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।