মহড়া: কল্পিত ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত
https://parstoday.ir/bn/news/iran-i126652-মহড়া_কল্পিত_ইসরাইলে_ইরানি_ক্ষেপণাস্ত্রের_নিখুঁত_আঘাত
ইরানের সশস্ত্র বাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের কিয়াসার গ্রামে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে 'মাকড়সার বাসা'। এখানে 'মাকড়সার বাসা'-কে প্রতীকী অর্থে অত্যন্ত দুর্বল ইহুদিবাদী ইসরাইলকে বোঝানো হয়েছে। কারণ মাকসড়ার বাসা হচ্ছে অত্যন্ত দুর্বল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১০, ২০২৩ ১৭:১৫ Asia/Dhaka

ইরানের সশস্ত্র বাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের কিয়াসার গ্রামে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে 'মাকড়সার বাসা'। এখানে 'মাকড়সার বাসা'-কে প্রতীকী অর্থে অত্যন্ত দুর্বল ইহুদিবাদী ইসরাইলকে বোঝানো হয়েছে। কারণ মাকসড়ার বাসা হচ্ছে অত্যন্ত দুর্বল।

গতকাল (বুধবার) অনুষ্ঠিত এই মহড়ায় কিয়াসার গ্রামের বাসিন্দাদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি অতিথিও উপস্থিত ছিলেন। 

মহড়ায় কল্পিত ইহুদিবাদী ইসরাইলকে টার্গেট করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরাইলের কল্পিত লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। 

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরাকি পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ'র সংস্কৃতি বিষয়ক উপ-প্রধান  হাশিম আল-হায়দারি।

শত্রুরা চায় ইরানের কাছে যাতে কোনো ক্ষেপণাস্ত্র না থাকে। কিন্তু ইরানের জনগণ মনে করে, ক্ষেপণাস্ত্র শক্তি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতিটি দেশ ও জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে।

ইরানের উত্তরাঞ্চলের কিয়াসার গ্রামে গত আট বছর ধরে 'মাকড়সার বাসা' শীর্ষক বার্ষিক এই ক্ষেপণাস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।