পরাশক্তিগুলোও এখন আমাদের কাছে সামরিক সরঞ্জাম কিনতে চায়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i127046-পরাশক্তিগুলোও_এখন_আমাদের_কাছে_সামরিক_সরঞ্জাম_কিনতে_চায়_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন- 'ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন পরাশক্তিগুলোও আমাদের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে আগ্রহী'।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৯, ২০২৩ ২০:৫৪ Asia/Dhaka
  • হাজিজাদে
    হাজিজাদে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন- 'ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন পরাশক্তিগুলোও আমাদের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে আগ্রহী'।

বার্তা সংস্থা ইরনা আজ (শনিবার) এই খবর প্রকাশ করেছে।

হাজিজাদে আরও বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি আরও জোরদারের চেষ্টা চলছে। ইরান একসময় যেসব পরাশক্তির সঙ্গে তৃতীয় মাধ্যম ব্যবহার করেও কথা বলার সুযোগ পেত না আজ সেইসব পরাশক্তিই ইরানের উন্নত সামরিক সরঞ্জাম ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আবেদন জানাচ্ছে।

তিনি বলেন, একটা সময় শত্রুরা আক্রমণাত্মক ভূমিকায় ছিল। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। শত্রুরা এখন নিজেদের ঘাটতি পূরণের চেষ্টা করছে।

বর্তমানে আমেরিকার নেতৃত্বাধীন শত্রুরা ইরানের অর্থনীতিকে ঘায়েল করার চেষ্টা করছে বলে জানান হাজিজাদে। তিনি বলেন, ইরানের অর্থনীতির ক্ষতি করতেও শত্রুরা সর্বশক্তি নিয়ে নেমেছে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।