আগস্ট ২৭, ২০২৩ ০৯:১৬ Asia/Dhaka
  • লুলা দা সিলভা
    লুলা দা সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, আগামী বছরগুলোতে ইরান তার দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে ভূমিকা পালন করে যাবে বলে তিনি আশা করছেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে গতকাল (শনিবার) নিজের অফিসিয়াল এক্স পেজে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জোহানেসবার্গে অন্যান্যের মতো ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন সিলভা। তিনি তার এক্স পোস্টে লিখেছেন, “আমি প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেছি। ২০২৪ সালের শুরুতে যে দেশটি ব্রিকসে যোগ দিতে যাচ্ছে।”

ব্রাজিলের প্রেসিডেন্টের পোস্টে আরো বলা হয়েছে, “২০২২ সালে মধ্যপ্রাচ্যে ইরান ছিল ব্রাজিলের পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক। ওই বছর ইরান ব্রাজিল থেকে ৪.৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। আগামী বছরগুলোতে ইরান ব্রাজিলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের ভূমিকা পালন করে যাবে বলে আশা করা যায়।”

ইরান ব্রাজিল থেকে যেসব পণ্য আমদানি করে সেগুলোর শীর্ষে রয়েছে পশু খাদ্য ও গোশত। আর ব্রাজিল ইরান থেকে মূলত ইউরিয়া সার আমদানি করে। ব্রাজিলে ইরানের ট্রেড সেন্টারের চেয়ারম্যান এবং ইরান-ব্রাজিল যৌথ চেম্বার অব কমার্সের প্রধান ফখরুদ্দিন আমেরিয়ান গত জুনে এক বক্তব্যে বলেছিলেন, ইরান আগামী কয়েক বছরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনকে ১০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায়।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ