আটকে থাকা ইরানি অর্থ ৪ দেশ থেকে ছাড় পেয়েছে
(last modified Mon, 28 Aug 2023 10:49:56 GMT )
আগস্ট ২৮, ২০২৩ ১৬:৪৯ Asia/Dhaka
  • দাউদ মানজুর
    দাউদ মানজুর

ইরানের প্রোগ্রাম অ্যান্ড বাজেট সংস্থার প্রধান দাউদ মানজুর জানিয়েছেন- জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া ও ইরাকে আটকে থাকা ইরানি অর্থ ছাড় পেয়েছে।

তিনি আরও বলেছেন, এসব অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে রয়েছে এবং সরকার এসব অর্থের বিষয়ে পরিকল্পনা প্রণয়ন ও তা কাজে লাগাতে পারবে।

ইরানের তেল রপ্তানি প্রসঙ্গে দাউদ মানজুর বলেন, ইরানের তেল রপ্তানি আগের চেয়ে বেড়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে আটকে আছে। সম্প্রতি একটি তৃতীয় মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে চুক্তি হয়েছে তার ভিত্তিতে এসব অর্থ ইরানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় আটকে ছিল ইরানের ৬০০ কোটি ডলার।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছিলেন, দক্ষিণ কোরিয়ার ব্যাংক থেকে একটি ইউরোপীয় ব্যাংকে অর্থ সরবরাহ করার কাজ শুরু হয় গত ১০ আগস্ট। ওই অর্থ ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হবে বলে তিনি জানিয়েছিলেন।#

পার্সটুডে/এসএ/২৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।